ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ
প্রতিষ্ঠাকাল - ১৯৮৫ ইং


  • ইতিহাস
  • ফেনী জেলার দাগনভূঞা উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ। এই এলাকার মানুষের উচ্চ শিক্ষার সুব্যবস্থা করার  মানসে এই এলাকারই কৃতি সন্তান  বিশিষ্ট  ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আবদুল আউয়াল মিন্টু প্রতিষ্ঠা করেন ইকবাল মেমোরিয়াল কলেজ। তাঁর স্নেনভাজন ছোট ভাই ইকবাল হোসেন দুরারোগ্য ক্যান্সারে  আক্রান্ত হয়ে স্কুল জীবনের গন্ডি পার হওয়ার পূর্বেই মৃত্যু বরণ করেন। তার স্মৃতিকে অমলিন করে রাখার জন্য তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিলো শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং এই কাজটি সঠিক ভাবেই পালন করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।

    ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ। এই উপজেলার একটি স্বনামধন্য পরিবারে জন্ম নেয়া ইকবাল হোসেন ছিলেন উচ্ছল তারুণ্যের প্রতীক আর ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনার অধিকারী । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন স্কুল শিক্ষার্থী ইকবাল হোসেন । তার স্মৃতিকে অমর করে রাখার মানসে তার বড় ভাই এই দেশের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব আব্দুল আউয়াল মিন্টু ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত করেন ইকবাল মেমোরিয়াল কলেজ। পর্যায়ক্রমে এই কলেজে স্নাতক, বি.এম. ও অনার্স শাখা খোলা হয় । এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে তাদের জীবনমানের পরিবর্তন সাধনই ছিলো এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিতাদের লক্ষ্য । এই জেলা এবং নিকটবর্তী অন্যান্য জেলা হতে আগত শিক্ষার্থীদের শিক্ষার আদর্শ পরিবেশ নিশ্চিত করে, কাঙ্খিত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ নিরলস তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন । গত ০৮/০৮/২০১৮ খ্রিস্টাব্দে বর্তমান সরকার কর্তৃক কলেজ সরকারিকরণ করা হয়। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ সরকারি কলেজ ।

  • কপিরাইট © 2024 ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি